Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদেরগাঁও ইউনিয়নের নামকরণ ও ইতিহাস

খাদেরগাঁও ইউনিয়নের নামকরণের ক্ষেত্রে দুটি জনশ্রুতি প্রচলিত আছে। প্রথমটি হলো- এ এলাকার খাঁ বংশের লোকদের বসবাস ছিলো। এ বংশের লোকদের প্রভাব প্রতিপথত্তি ছিলো। তারা যে গ্রামে বাস করতো সে গ্রামকে বলা হতো খাঁ- দের গ্রাম। খাঁ দের গ্রাম থেকে গ্রামের ভাষায় খাদেরগাঁও নামের উৎপত্তি। দ্বিতীয় জনশ্রুতিটি হলো- অনেক আগে এ এলাকার বড় একটি খাদ ছিলো। নদী ও হাওর বেষ্টিত এ খাদে জোয়ারের সময় পানির ঘূর্ণায়ন হতো। বিশাল এক খাদ ছিলো বলেই এ এলাকার নামকরণ হয় খাদেরগাঁও। নারায়ণপুর ইউনিয়ন ও খাদেরগাঁও ইউনিয়ন পূবে একসংগে ছিলো নারায়ণপুর ইউনিয়ন নমে। পাকিস্তান আমলে এটি ভেঙ্গে নারায়নপুর পূর্ব ও পশ্চিম নামে দুটি ইউনিয়ন করা হয়। পরবর্তীতে নারায়নপুর পশ্চিম ইউনিয়নটি খাদেরগাঁও ইউনিয়নের নামকরণ করা হয়। খাদেরগাঁও গ্রামের নাম খাদেরগাঁও ইউনিয়নের নামকরন করা হয়।